সম্প্রতি ভারতে ড. মৌমিতা দেবনাথ এবং দেশের তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে দেবীদ্বার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে (১৭আগস্ট) শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পদযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সার নাহিদ ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, শিক্ষার্থী মহিউদ্দিন, ফারিয়া ও মাহি প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক শফিউল আলম রাজীব ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার চেয়ে বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। বিচার হীনতার সংস্কৃতি রুখে দিয়ে নতুন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দেশে ২০১৬ সালে ঘটে যাওয়া তনু হত্যা সহ সকল হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিও জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য বক্তারা আরো বলেন, মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন। দোষীদের কঠোর বিচারের আহব্বান জানানো হয় সমাবেশ থেকে।
উল্লেখ্য, গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে। ইতিমধ্যে এ ঘটনায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।