আজ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের আর্শীবাদে নয়, জনগনের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ভারতের আর্শীবাদে নয় জনগনের ম্যান্ডেট নিয়ে রাস্ট্র ক্ষমতায় আসতে হবে বলে রাজনৈতিক দল গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবের নায়ক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপদেষ্টার নিজ উপজেলা মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবধর্না অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 
এসময় উপদেষ্টা আরো বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরণের অভ্যন্তরীন এবং বহির্ভূত ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক নেতাদের মাঝে একটি সংস্কৃতি চালু হয়েছে যে ভারতের আশির্বাদ ছাড়া ক্ষমতায় আসা যাবে না। এটা এদেশের জন্য দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়েও বেশি এদেশের কারও ভারতের আনুগত্য ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের মানুষ করেছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতি দেখতে না চান বাংলাদেশের জনগণের মেন্ডেটকে একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোন বহিরাগত শক্তির আশীর্বাদ নয়।
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে। সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সাথে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলাবাসীর গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনছুর মিয়া, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মজিবুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল হক, বিগ্রেডিয়ার নুরুল মোমেন খান, মনিরুল হক জর্জ, জাহের মুন্সী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আমির হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলন মুরাদনগরের সদস্য নাহিদুল ইসলাম, সিয়াম খান, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জল, সাব্বির হোসেন, মেহেদী হাসান আবেদ, শাহ পরান, সাইফুল ইসলাম শান্ত প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজ, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লা জেলায় শহীদ হওয়া ৩৫জনের পরিবারের মাঝে সরকারি ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন!

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়াগাজী বাজার...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more
পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগ চৌদ্দগ্রামে বিগত ১৫ বছর ধরে...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top