কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) এর বিতরণ এলাকায় বকেয়া আদায় ও অবৈধ গ্যাস ব্যবহার চিহ্নিত করতে বিশেষ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের তত্বাবধানে মহাব্যবস্থাপকগণ ও কোম্পানী সচিবের নেতৃত্বে ২১টি টিম গঠন করে অভিযান পরিচালিত হচ্ছে।
জানা যায়, গত ১৪ অক্টোবর থেকে একযোগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী অঞ্চলের মাইজদি ও ফেনী জেলাতে অভিযান পরিচালনা করে ৩৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তারমধ্যে বকেয়া জনিত কারনে ১০৬টি এবং অবৈধ সংযোগ দেয়া ২৪১টি।
উক্ত অভিযানে সাত কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা স্পট আদায় করা হয়েছে।বাখরাবাদের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান অভ্যাহত থাকবে। গ্রাহকেরা গ্যাস বিল পরিশোধের কপি প্রদর্শণের জন্য সংরক্ষণের অনুরোধ জানান।
উক্ত অভিযানে সাত কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা স্পট আদায় করা হয়েছে।বাখরাবাদের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান অভ্যাহত থাকবে। গ্রাহকেরা গ্যাস বিল পরিশোধের কপি প্রদর্শণের জন্য সংরক্ষণের অনুরোধ জানান।