আজ ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগের হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ: এমপি কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর জীবন যৌবনের ভালোবাসায় গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি মনেকরি প্রধানমন্ত্রীর ভিশন আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাতেই।

শনিবার (১৩ জুলাই) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ ধামতী ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, ছাত্রলীগের চর্চা এখন কমে গেছে, লেখাপড়ার মাধ্যমে ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তোমাদের জানতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না।

ধামতী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আবু জায়েদ চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান আনিসের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মো. ইফতেখারুল ইসলাম তুষার, সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হোসেন রাকিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. দিদারুল আলম ফয়েজ।

এ ছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৯টায় ধামতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে কামরুল হাসান আনিস এবং সাধারণ সম্পাদক পদে মোরসালিন সরকারের নাম ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি।

আরো পড়ুন

দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more
সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।...

Read more
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের।

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের...

Read more
স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি...

Read more
ভিক্ষুকের আশ্রয়ে থাকা ঠিকানা বিহীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও।

" মা' হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? " শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top