প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২ শতক জমিসহ ঘর পেয়ে খুশি কুমিল্লা সদর দক্ষিণের ১১০ পরিবার।
৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করার পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১১০ জন পরিবারের মাঝে ২ শতক জমিসহ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সালিমা আক্তার সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।