কুমিল্লার দেবীদ্বার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাজমা বেগম, এসআই সাধন চন্দ্র নাথ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
সভায় দেবীদ্বারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় হাসপাতালের সামনে যানযট নিরসনে কার্যকরী ভুমিকা গ্রহন, উপজেলা পরিষদ হতে নিউমার্কেট এবং পান বাজার হতে সরকারি হাসপাতালের রাস্তার দুইপাশের ফুটপাত দখল মুক্ত করার পদক্ষেপ গ্রহন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো বৃদ্ধি করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিসয়সহ দেবীদ্বার নিউমার্কেটের দোকান ও বিভিন্ন এলাকায় চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে।