আজ ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে সালিসি বৈঠকে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত-১; আহত ৩০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে সালিসি বৈঠকে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে। এ সংবাদে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী নিহতের বাড়ি ও ভাংচুর হওয়া বাড়ি পরিদর্শনে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে আনন্দ মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। এ সময় আ’লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর কর্মী আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। পরে গত ১২ আগস্ট আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের সামাউন নামে একজনকে মারধর করে। ফের গত ১৫ আগস্ট সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা আমির মেম্বারের শামিম(১৪) নামে এক সমর্থককে মারধর করে।  এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮টায় সাইচাপাড়া বাজারে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়।
ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থক মোঃ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ আবুল কালাম এমপির সমর্থকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওইখানে সকাল ১০টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
নিহত সিদ্দিকুর রহমান সাইচাইপাড়া গ্রামের গাবুদ্দিত বাড়ির মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে, পেশায় একজন অটো রিক্সা চালক। এছাড়াও সংঘর্ষে নারীসহ আরো কমপক্ষে উভয় পক্ষের ২৫/৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর সমর্থক, আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের ৫টি ঘরবাড়ি ভাংচুর করে। তবে স্থানীয় বিএনপি সমর্থক মো. সেলিম মিয়া ও মো. জামাল হোসেন দাবী করেন নিহত সিদ্দিকিুর রহমান বিএনপি সমর্থক ছিলেন।
অপর দিকে সাইচাপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আলী হোসেন দাবী করেন সংঘর্ষে লিপ্ত বিবাদমান দু’গ্রুপের সমর্থকগন এক সময়ে বিএনপির সমর্থক ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গত সংসদ নির্বাচনে নিহত সিদ্দিকুর রহমানের সমর্থকগন রাজী ফখরুল এমপির সমর্থক এবং আমির হোসেন মেম্বার সদ্য বিদায়ী আওয়ামীলীগের এমপি আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন। মূলত সংঘর্ষটি বাঁধে ৫ আগস্ট সরকার পতনের পর।
সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থক আমির হোসেন মেম্বারের অত্যাচারে সাবেক এমপি রাজী ফখরুল সমর্থকরা গত ৭ মাস ধরে সাইচা পাড়া বাজারে আসার সুযোগ পেতনা। তাই সরকার পতনের দিন রাজী ফখরুল এমপির সমর্থকগন কালাম এমপির সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। আওয়ামীলীগের সাবেক এমপি রাজী ফখরুল সমর্থক ও সদ্য বিদায়ি আওয়ামীলীগের এমপি মো. আবুল কালাম আজাদ সমর্থকদের মধ্যে উত্তেজনা চলতে থাকে। আজকের ঘটনায় তার চুরান্ত রুপ নেয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান,  সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে। রাত পৌনে ৯ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

আরো পড়ুন

দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more
সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।...

Read more
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের।

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের...

Read more
স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি...

Read more
ভিক্ষুকের আশ্রয়ে থাকা ঠিকানা বিহীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও।

" মা' হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? " শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top