কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের ঈদগাহ মাঠে ওই দাফন সম্পন্ন হয়।
দাফন সম্পন্নের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন’র কফিনে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহববুর রহমানের নেতৃত্বে কুমিল্লা থেকে আসা একটি বাদক দলের করুন সুরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদানকালে সালাম গ্রহন করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান। এসময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন গজারিয়া গ্রামের মৃত: ফজর আলীর পুত্র এবং বিএডিসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি দির্ঘ রোগভোগের পর ঢাকা মীরপুর ইসলামিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না… রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র, বহু আত্মীয় স্বজন, সহযোদ্ধা ও গুনগ্রাহী রেখেগেছেন।