দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুলমিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর, সোমবার (১৫জুলাই) বিকেলে কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রাজীব প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছালাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন,- মোহাম্মদপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ফতেহাবাদ গ্রামের সাবেক পৌর সহায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল কাসেম প্রমূখ।
এর আগে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সাথে এক বৈঠকে ৭ সদস্যের মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয় এবং নতুন কমিটির হাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান আউয়াল সরকার প্রমুখ।
দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যের নবগঠিত কমিটির সদস্যরা হলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুলমিয়া ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান আউয়াল সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মান্নান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুলমিয়াকে আহবায়ক করে ২১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিই এতোদিন মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুলমিয়া বলেন, আমাদের নতুন কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করবে এবং যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সে লক্ষ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাব। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যানে নির্মীত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চালু করে আগামী ২/১ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ওই ভবন থেকেই কার্যক্রম শুরু করব।