বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবীদ্বারে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা।
সোমবার (১ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্কুলে’ ইংরেজী বছরের প্রথম দিনে ‘বই উৎসব’ দিবসের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে একযোগে সকল শ্রেণীর টেক্সবোর্ড’র বই বিতরণ করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবীদ্বার উপজেলা পরিষদ স্কুল, রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দেবীদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে ও পিঠা উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রমেন কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলামিন খান, সহকারী প্রধান শিক্ষক নাছিমা চৌধুরী সহ অন্যান্য শিক্ষক/শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ।