কুমিল্লার দেবীদ্বারে প্রচন্ড দাবদাহে হিটষ্ট্রোকে জালাল উদ্দিন(৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার চান্দের বাড়িতে ওই ঘটনাটি ঘটে। নিহত জালাল উদ্দিন(৬০) ওই বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড়শালঘর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জেসমিন আক্তার।
স্থানীয়রা জানান, শুক্রবার(২৬ এপ্রিল) সকালে প্রচন্ড দাবদাহের মধ্যে জমিতে ধান কাটার কাজ করেন জালাল উদ্দিন। শারীরীকভাবে অসুস্থ্য অনুভব করায় বাড়িতে চলে আসেন। পরে বাড়িতে এসে গরুকে খাবার পানি দিচ্ছিলেন এসময় হঠাৎ আরো বেশী অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে সৈয়দপুর বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান সেখান থেকে ব্রাক্ষণপাড়া উপজেলার মাধবপুর বাজারে প্রাইভেট ‘সেবা হাসপাতালে’ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক হিট ষ্ট্রোকে মারা গেছেন বলে নিহতের পরিবারকে জানান।
নিহতের নিকট আত্মীয় বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাহিন মিয়া জানান, জালাল উদ্দিন(৬০) সম্পর্কে আমার জেঠা, তিনি প্রচন্ড দাবদাহের মধ্যে জমির ধান কেটে আসেন এবং তিনি খুবই অসুস্থ্য বোধ করছেন বলেও জানান। অসুস্থ্য শরীর নিয়ে সকাল ১১টায় বাড়িতে এসে গরুর খাবার ও পানি খাওয়ার ব্যবস্থা করছিলেন, এসময় হঠাৎ অসুস্থ্য হলে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তিনি হিটষ্টোকে মারা গেছেন বলে জানান।