কুমিল্লার দেবীদ্বারে কোটা বিরোধী আন্দোলনে কয়েকশত শিক্ষার্থী কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ-মিছিল-সমাবেশ করেছে। এসময় নানা শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতারা এসে পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (১৭ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর ও স্বাধীনতা স্তম্ভকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনকালে মহাসড়কের উভয় পার্শে কয়েকশত যাত্রী ও মাল পরিবহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রীরা।
এসময় দেবীদ্বার থানার বিপুল সংখক পুলিশের উপস্থিতি দেখে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে নানা শ্লোগান দিতে থাকলে পুলিশ বিক্ষোভ সভাস্থল থেকে প্রায় ২০/২৫ গজ দূরে নিউমার্কেট কাঁচাবাজারের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়।
এসময় এক পুলিশ কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। তবে ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতা করলে কোন ছার দেয়া হবেনা। তাই আমরা আমাদের প্রস্তুতি নিয়ে অবস্থান করছি।
আন্দোলন চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ উপজেলা আহবায়ক আসাদুর রহমান রনি ও সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পৌনে ১২টার দিকে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা পরে সুজাত আলী সরকারী কলেজ গেইটে অবস্থান নিলে তাদের ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে সেখান থেকেও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের সরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে ছাত্রলীগ বলছে, কোটা সংস্কারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব এখন আর সাধারণ ছাত্রদের হাতে নেই, স্বাধীনতা বিরোধী চক্র কোটা আন্দোলনে ঢুকে পড়েছে।