আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাই দূর্নীতি প্রতিরোধে আগে নিজেকে বদলাতে হবে, পাশাপাশি রাজনৈতিক স্বদিচ্ছা এবং আমলাদের সৎ হতে হবে।

সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’-এ শ্লোগানকে সামনে রেখে ‘আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ওই বক্তব্য তুলে ধরেন।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মো. নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মো. তমিজ উদ্দিন, মো. রুহুল আমিন মাষ্টার, ভিপি ময়নাল হোসেন, আওলাদ হোসেন মুরাদী, আব্দুল কাইয়ুম, মো. রেজাউল করিম, শিক্ষার্থী নওসিন নোভা প্রমূখ।

এসময় আলোচকরা বলেন, দূর্নীতি প্রতিরোধে নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ঠ। দূর্নীতি প্রতিরোধে দেশে আইন আছে কিন্তু সঠিক ভাবে এর প্রয়োগ নেই, দূর্নীতি প্রতিরোধে সংস্থা আছে, কার্যকরী ভূমিকায় নেই। কিন্তু বিকৃত মানুষিকতায় গড়ে উঠা সুযোগ সন্ধানীরা অশুভ রাজনৈতিক প্রভাবে এবং দূর্নীতিবাজ আমলাদের সহযোগীতায় এসবের তোয়াক্কা করছেনা। বক্তারা আরো বলেন, দূর্নীতির দায়ে দেশে দেশে স্বৈরশাসকগুলোর পতন হচ্ছে। তাই দূর্নীতি প্রতিরোধে তরুণ, কিশোর ও যুবদের দূর্নীতি বিরোধী মানষিকতায় গড়ে তুলতে হবে। তাদের প্রকৃত শিক্ষায়, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন , পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এবং মানব বন্ধনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি খন্দকার নুরুজ্জামান বিপ্লব। মানববন্ধন ও আলোচনা সভায় দুদকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মকর্তা, সংবাদকর্মীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো পড়ুন

দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান...

Read more
ভূয়া ডিবি সেজে অপহরণের চেষ্টাকালে গাড়িসহ চক্রের ১ সদস্য আটক।

ডিবি পুলিশ সেজে কুমিল্লার দেবীদ্বারে পথচারী অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা সাদা পোশাকের এক ভূয়া ডিবি সদস্য।...

Read more
দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more
দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য।

কুমিল্লার দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে এসে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top