কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোলপাশা ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫আগস্ট)বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষায়ক সম্পাদক এবি এম বাহার ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে খোকন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড.নাঈমুল হক রাফিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড.হামিদ তালুকদার,শাহজান সিরাজ,উপজেলা আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক এড.খোরশেদ আলম।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়ন শেখ কামালের সঞ্চালনায় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ,ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদের,সলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহবুব মজুমদার,ঘোলপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল বাহার,উপজেলা আওয়ামীগের সদস্য ফারুক আবদুল্লাহ,সাবেক ছাত্রলীগের সভাপতি জি এম জাহাঙ্গীর ও সম্পাদক তারেক মজুমদার,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অর্জুন পাল,সম্পাদক এম এইছ কাউছার,ছাত্রলীগের সভাপতি কাউছার মোল্লা,ছাত্রলীগ নেতা গোলাম রাব্বিসহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।