আজ (সকাল ৭ টা ২০ মিনিট) জিটিসিএল’এর ৪২”ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্থ পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে।
বিকাল হতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। LNG supply ও গ্যাসগ্রীডের Pressure (বর্তমান ৭০ PSI) এর সাথে synchronise করে পর্য্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।
উল্লেখ্য যে, কর্ণফুলী টানেল ও কাফকো এর মধ্যবর্তী স্থানে গত ৯-৭-২০২৪ তারিখে বেলা ৫:০০ টায় দূর্ঘটানায় ৪২”ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ছিদ্র/ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকল পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দূর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাগব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এসময় তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।