আজ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মানের প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বাস্তবায়নকৃত কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বারোপাড়া ইউনিয়নের বিজয়পুর আলোকদিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মান হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত সাইট চিহ্নিত এবং জরিপের কাজ শেষ হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রস্তুত করণে জেলা প্রশাসক কার্যালয়ে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সভায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান নিয়ে পরিকল্পনা ও সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে মাস্টার প্ল্যান উপস্থাপন করেন ন্যাশনাল একাডেমি ফর প্লানিং এন্ড ডেভলাপমেন্ট ও প্রফেশনাল এসোসিয়েট লিঃ এর পক্ষে স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন। প্রস্তাবিত মাস্টার প্ল্যানে কুমিল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স এর প্রকল্পের নানা দিক তুলে ধরা হয়। ভূমি অধিগ্রহন, প্রকল্পে স্টেডিয়াম কমপ্লেক্স, প্র্যাকটিস গ্রাউন্ড, ইনডোর গ্রাউন্ড, গ্যালারী এন্ড গ্রীন গ্যালারী, এ্যাথলেটিক্স গ্রাউন্ড, পাকিং, মোটেল, যোগাযোগ সড়ক নির্মানসহ কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রয়োজনীয় সকল কিছু তুলে ধরা হয়। পরে মাস্টার প্ল্যানের উপর আলোচনায় অংশ নেন সভায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ। কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্প বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার টাকা। মাস্টার প্ল্যানে প্রকল্প বাস্তবায়নের ন্যায্যতা, পদ্ধতি, গৃহীত প্রকল্পের আর্থিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং সম্ভাব্যতা পরীক্ষা, প্রস্তাবিত প্রকল্পের এস ডব্লিও ওটি’র বিশ্লেষণ, ভবিষৎ অভিক্ষেপ, প্রাপ্তব্য জমির সুযোগ চিহ্নিত করা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রস্তাব নিয়ে প্রকল্পের সম্ভাব্যতা তৈরি করা হবে। প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে এনএপিডি’র ডিজি এডিজি ডিরেক্টর প্রশিক্ষন, সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান, এসি ল্যান্ড ও উপজেলা সার্ভেয়ার সাইট ভিজিট করে কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের সম্মতি দিয়েছেন সভায় জানানো হয়। কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত প্রদান করেন সভার সভাপতি কুমিল্লরা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। তিনি দ্রুততার সাথে জমি অধিগ্রহনের কাজ শেষ করবেন বলে জানান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়–য়া, সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যার গোলাম সারোয়ার, সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রীড়া সংগঠক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেলোযার হোসেন জাকির, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্পের সম্নয়কারী আতিকুর রহমান। সভায় পিডব্লিওডি, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, স্থানিয় সরকার বিভাগ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
দাউদকান্দিতে ড. মোশাররফের পক্ষে তার ছেলে ড. মারুফের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান।

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top