আজ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোকিত মানুষ তৈরি করার কারিগর হলো শিক্ষক : আবুল কালাম আজাদ এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো কান্ডারি তাই সমাজে শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি। সততা, নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি হলো সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আর এ নৈতিক দায়িত্বটুকু পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরাই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন।

শনিবার (২ মার্চ) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যােগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, আপনারা অনেক দাবির কথা বলেছেন, আমি আপনাদের দাবিগুলো মহান সংসদে উপস্থাপনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। দেবীদ্বারে অনেক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আমি চেষ্টা করব যে ভবনগুলো অত্যাধিক ঝুঁকিপূর্ণ সেগুলো নতুন ভবন তৈরী করার জন্য। পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ ভবন নতুনভাবে নির্মাণ করা হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আপনারা বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করুন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত আছে, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে। আপনারাই সমাজের পরিবর্তন করতে পারবেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান ও শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। নৈতিক বিচারে শিক্ষকতার চেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা আর নেই। তাই মানসম্মত শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন শিক্ষক দ্বারা সব শিক্ষার্থীর শিক্ষাদান নিশ্চিত করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে দেবীদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমান ও সহকারি শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য হাজী তুহিন, কুমিল্লা উত্তর জেলা ন্যাপের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান (ফুলমিয়া), গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, উপজেলা মৎসজীবিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মুজিবুর রহমান, দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, ভৈসেরকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাথী, গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আরো পড়ুন

যুগরত্ন সম্মাননা পাওয়ায় সাংবাদিক বাশার’কে সংবর্ধনা।

সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালনের ৩ যুগ পেরিয়ে ৪ যুগ চলমান, জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম...

Read more
দেবীদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণঅভ্যূত্থানে শহীদ সাগরের পরিবারকে গাভী উপহার।

জুলাই গণঅভ্যূত্থানে শহীদ সাগরের মায়ের হাতে ৫ মাসের গর্ভবতী একটি গাভী তুলে দিলেন দেবীদ্বার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে...

Read more
দেবীদ্বারে অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন ফার্মেসীকে ৮৫ হাজার...

Read more
দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান...

Read more
ভূয়া ডিবি সেজে অপহরণের চেষ্টাকালে গাড়িসহ চক্রের ১ সদস্য আটক।

ডিবি পুলিশ সেজে কুমিল্লার দেবীদ্বারে পথচারী অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা সাদা পোশাকের এক ভূয়া ডিবি সদস্য।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top