কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।সদর দক্ষিণ উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক ও লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহীন। এ সময় অর্থমন্ত্রীর এপিএস মোহাম্মদ মিজানুর রহমান সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সারওয়ার কে যুবলীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়।