কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি শালবন বিহার এলাকায় চুরির মোটরসাইকেল বিক্রি করার সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানার এস আই মো: মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত তিন আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটবাড়ি সালমানপুরের
ইমতিয়াজ হোসেন মুন্না (১৯), একই এলাকার স্বাধীন (১৯) এবং আদর্শ সদর উপজেলার কাশিনাথপুরের মো: সজিব হোসেন (২৫)।এ বিষয়ে সদর সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান,মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।