কুমিল্লার দেবীদ্বারে আলিফ নামে দু’বছরের এক শিশুর মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে সন্তানের নিথর দেহ কোলে নিয়ে বাড়ি ফেরার পথে বাবা মায়ের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ মে) বিকেল ৫টায় উপজেলার ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের ছালেমন্দের বাড়িতে। নিহত শিশু আলিফ(২) বারুর গ্রামের রাজমিস্ত্রী আবু কাউছারের পুত্র।
নিহতের প্রতিবেশী পারভেজ আহমেদ জানান, আবু কাউছারের ৬ সন্তানের মধ্যে নিহত আলিফ এক মাত্র পুত্র সন্তান ছিল। ৫ মেয়ের পর এ পুত্র সন্তানটি জন্মে তার পরিবারকে আলোকিত করেছিল। ঘটনার সময় শিশুটির মা রান্না ঘরে ছিল, তখন স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।