আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাই দত্তপুরে দুর্ধর্ষ ডাকাতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার লালমাইয়ে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে) হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ঘরে থাকা বহু মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।

পরিবারসূত্রে জানা যায়, রাত অনুমান ১২টার দিকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান ফটকের পাশে বাউন্ডারি ওয়াল বেয়ে ঘরের প্রধান দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা পরিবারের সকলের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক হাজী মো. হাবিবুর রহমান (৬৫) কে কুপিয়ে গুরুতর আহত করেন ডাকাতরা। আহত বৃদ্ধ হাবিবুর রহমান আশংকাজনক অবস্থায় ঢাকা ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয় আবদুস সোবহান জানান, এ বাড়িতে আগেও কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। পূর্বে আমিও হামলার শিকার হয়েছিলাম। বাড়িতে হাবিবুর রহমান এবং তার ছোট ছেলে সামির হোসেন (১৬) ছাড়া পুরুষ লোক বলতে আর কেউ নেই। এই বাড়িটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশেই এবং বাড়ির প্রায় ১০০ গজ উত্তরে আইটি পার্ক যেখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে। ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এসময় ডাকাতদলের রেখে যাওয়া একটি মোবাইলও উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাস্থলে ডাকাতদলের রেখে যাওয়া একটি মোবাইল পাওয়া গেছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more
লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

১৬ ডিসেম্বর লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত বার তোপধ্বনির মাধ্যমে বিজয়...

Read more
যত্নে রাখি শিশু ও মা; গড়ি আগামীর সম্ভাবনা বাংলাদেশ।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওয়াতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী...

Read more
লালমাই সাংবাদিক সমিতি ইলিশের শহর চাঁদপুরে আনন্দ ভ্রমন।

একদিনের ভ্রমণে ইলিশের শহর চাঁদপুর ঘুরে এসেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার সকল সদস্যরা। শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী ট্রলারযোগে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top