কুমিল্লার লালমাইয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কমিটির ঘোষণার পাঁচদিন পর বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ৯টি ইউনিয়নের প্রায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাগমারা হাইস্কুল মাঠ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
এতে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হান্নান মিয়াজি, সহ-সভাপতি আবদুল জলিল সওদাগর, সহ-সভাপতি শহীদুল্লাহ্ এমএসসি, সহ-সভাপতি জামিল হোসেন, সহ-সভাপতি, রাসেল আহম্মেদ, সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাসান জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল মিনহাজ, সাংগঠনিক সম্পাদক এস.এম পারভেজ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম ফরহাদ, প্রচার সম্পাদক এমদাদুল হক রাসেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন অপু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক রিয়াদ, সদস্য সাজেদুল করিম বিপু, শরিফুল ইসলাম সহ অনেকে।