প্রাণিসম্পদ দপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওয়াতায় লালমাই উপজেলাব্যাপী পিপিআর টিকা প্রদান শুরু হয়েছে।
এই প্রকল্পের আওয়াতায় উপজেলাব্যাপী ৩০ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৯ অক্টোবর (সোমবার) পর্যন্ত ছাগল, ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।
তারমধ্যে বাগমারা উত্তর ইউনিয়নের পাঁচটি স্থানে শনিবার টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। ১ অক্টোবর ( রবিবার) বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা চৌমুহনী, জয়নগর মধ্যমপাড়া, পাইকপাড়া স্কুল মাঠ, দৌলতপুর (খিলপাড়া), পোহনকুচা চৌমুহনীতে টিকা কার্যক্রম চলবে। এরই ধারাবাহিকতায় ২ অক্টোবার( সোমবার) ভূলইন উত্তর, ৩ অক্টোবর ( মঙ্গলবার) ভূলইন দক্ষিণ, ৪ অক্টোবর (বুধবার) পেরুল উত্তর, ৫ অক্টোবর (বৃহস্প্রতিবার) পেরুল দক্ষিণ, ৭ অক্টোবর ( রবিবার) বেলঘর উত্তর, ৮ অক্টোবর ( সোমবার) বেলঘর দক্ষিণ, ৯ অক্টোবর (মঙ্গলবার) বাকই উত্তর ইউনিয়নে পিপিআর টিকা কার্যক্রম চলমান থাকবে।
দীর্ঘ নয়দিন ব্যাপি পিপিআর টিকা চলমান কার্যক্রমে ছাগল, ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য যথা সময়ে যথা স্থানে নিয়ে আসার আহবান জানিয়েছেন লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ।