ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে কুমিল্লা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর ) সকাল ৯:০০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহিন অনুষ্ঠানে প্রধান বক্তবা হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন সভাপতি হাজী ফরহাদ হোসেন লালমাই উপজেলা ছাত্রলীগে সভাপতি শাহপরান সদাগর লালমাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আবদুল বারী উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক রতন দে।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা ও ডাঃ এমদাদুল হক ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নয়ন সাংগঠনিক সম্পাদক জাবেদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈনুল ইসলাম
ইউনিয়ন সামাজিক সম্প্রীতিতে ইসলাম ধর্মালম্বীদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আবদুল মালেক ইমাম মোহনপুর জামে মসজিদ
হিন্দু ধর্মালম্বীদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক প্রদীপ কুমার মজুমদার ও বীপুনানন্দ ধর্মালম্বীগুরু নুরপুর চাপাল চৈত্য বৌদ্ধ বিহার
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষকসহ সর্বস্তরের জনগণ সম্প্রীতি সমাবেশে অংশ নেন। এসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস ও মানুষের সমান অধিকার সুনিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান বক্তারা।