সারা দেশের ন্যায় লালমাইয়ে নানা আয়োজনে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লালমাই উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আ’লীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন।
উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য আমির হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রকেট মজুমদার, সহ-দফতর সম্পাদক রতন দে, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম,
সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাগমারা উত্তর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য লোকমান হোসেন, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, সামছুর রহমান শিমুল, প্রভাষক আমান উল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, ভূলইন উত্তর আ’লীগের সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, বাগমারা বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, বাগমারা দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, যুগ্ম আহবায়ক আনোয়ার সোহেল, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক মামুন মজুমদারসহ আরো অনেকে।