কুমিল্লা টু চট্টগ্রাম রোডমার্চে অংশগ্রহন করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অবস্থানে ছিল।
এই রোডমার্চকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের ছবি দিয়ে তৈরি ব্যানার, বিলবোর্ড, পোস্টারও সাটানো রয়েছে মহাসড়কের দু’পাশে। এ সময় সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান সহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।