কুমিল্লার মুরাদনগরে গবাদিপশুর জন্য ঘাঁস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে আক্তার হোসেন নামের এক কৃষকের।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৈজুরী গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আক্তার হোসেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কৈজুরী গ্রামের পূর্ব মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ আক্তার হোসেনের হাতে কামড়ে দিলে তৎক্ষণাৎ তিনি বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে সাপে কামড়ে দেওয়ার কথা বলেন।
এ সময় তার স্ত্রী হোসেনা বেগম কামড় দেওয়া হাতে বাঁধ দিয়ে পাশের গ্রামের জনৈক মহিলা কবিরাজের কাছে নিয়ে যায়। এ সময় ওই মহিলা কবিরাজ ওঝার পরামর্শে আক্তার হোসেনের দংশিত হাতের বাঁধ খুলে দিয়ে তাকে বাড়িতে পাঠায়। বাড়িতে আসার পর আক্তার হোসেনের শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে।
পরে তাকে পরিবারের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসকের কথায় আশ্বস্ত হতে না পেরে আক্তার হোসেনকে দাউদকান্দির গৌরীপুরে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকও জানান তিনি আর বেঁচে নেই।
রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, কাউকে সাপে কামড়ে দিলে ওঝা কবিরাজের কাছে না গিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া উচিত। তবে কি ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।