কুমিল্লার মুরাদনগর উপজেলায় নব-নির্বাচিত সংসদ সদস্যকে উষ্ণ সংবর্ধনা প্রধান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উষ্ণ সংবর্ধনা প্রধান করেন মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকারকে উষ্ণ সংবর্ধনা প্রধান করা হয়।
উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আহমেদ হোসেনে আউয়াল, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর (উত্তর) ইউপি’র ইকবাল সরকার, বাঙ্গরা পূর্ব ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির, পূর্বধৈইর (পশ্চিম) ইউপি’র চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ, রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউপি’র চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, জাহাপুর ইউপি’র চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ শওকত আহম্মেদ, বাঙ্গরা (পশ্চিম) ইউপি’র (সাবেক) চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ।