কুমিল্লার মুরাদনগরেও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে একটি বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনির সভাপতিত্বে আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় প্রথম ধামঘর ইউপি সচিব নাইম সরকার, দ্বিতীয় নবীপুর পূর্ব ইউপি সচিব হাজী ফজলুল হক ও তৃতীয় আকুবপুর ইউপি সচিব চন্দন কুমার দাসকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সচিব সমিতির সভাপতি চন্দন কুমার দাস।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, প্রকৌশলী সৈয়দ শওকত আহমেদ, কামাল উদ্দিন খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ও উপজেলা সচিব সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিবসটি গুরুত্ব দিয়ে সামাজিক পর্যায়ে ব্যাপক প্রচারের উপর গুরুত্বারোপ করেন।