পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পাঠক নন্দিত পত্রিকা জাতীয় দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৮ই অক্টোবর) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় শতাধিক সাধারন মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদে র্যালি ও কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
দৈনিক কালবেলা’র মুরাদনগর প্রতিনিধি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখা’র সভাপতি এম.কে.আই জাবেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আল মামুন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মনির, ভোরের কাগজের প্রতিনিধি রায়হান চৌধুরী, ইনকিলাবের প্রতিনিধি মনির হোসেন খাঁন, আমাদের কুমিল্লার প্রতিনিধি এন এ মুরাদ, দেশ রুপান্তরের প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলা ও এশিয়ান টিভির প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক এনামুল বাছির তপন, আমার সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান শুভ, সাংবাদিক মাসুম মুন্সী, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সাখাওয়াত হোসেন তুহিন, রাসেল মিয়া, ফাহাদ রহমান, ওসমান গনি, আলমগীর হোসেন, ইয়াসিন, ফজলে রাব্বি রাফি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা মাত্র দুই বছরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশের প্রয়োজনে সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে কালবেলা তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে সংবাদ প্রকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবে। এসময় বক্তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়াখাল কুরুন্ডী মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন।