আসন্ন রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিক প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেবীদ্বারে ভোক্তা এবং ব্যাবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম, জেলা সিনেটারী ইন্সপেক্টর মোঃ ইসরাফিল হোসাইন।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহসান, দেবীদ্বার পল্লীবিদ্যুৎ ডিজিএম রেজাউল করিম খান, মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ময়নাল হোসেন (ভিপি), সাংবাদিক শফিউল আলম রাজীব, ব্যাবসায়ী আবুল কালাম, কৃষ্ণ সাহা, আলী হোসেন প্রমুখ।
সেমিনারে ভোক্তা অধিকার কি? ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধের বিষয়গুলো তুলে ধরে বক্তারা আলোচনা করেন। আসন্ন রমজানে কোনরকম কারসাজি না করে ব্যবসায়ীরা ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করবেন বলে জানিয়েছেন।