র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সচিব, ও বৈষম্যবিরোধি ছাত্র সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জন্মের পরপর সকল শিশুর জন্ম নিবন্ধন এবং কোন মানুষ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন করা আহবান জানান৷
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...
Read more