কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সেচ্ছাসেবক দলের পৌর সহসভাপতি বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৩) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. আশিকুর রহমান (ওমানী আশিক)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান খাদিম মামলায় এজহারনামীয় ৭নং আসামী মো. আশিকুর রহমান (ওমানী আশিক ৩২)কে তার নিজ বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রাম থেকে গ্রেফতার করে। আশিক ওই গ্রামের কবির হোসেনের পুত্র।
উল্লেখ্য, রুবেল হত্যার ঘটনায় গত ২০ আগস্ট কুমিল্লার ৪নং আমলী আদালতে দেবীদ্বার পৌর বিএনপির সহ-সভাপতি ও দেবীদ্বার সদর এলাকার মৃত: রেনু মিয়ার পুত্র বিএনপি নেতা আবুল কাশেম বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। ওই মামলায় সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় অংশগ্রহনকারী আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে এজহারনামীয় করা হয় এবং অজ্ঞাতনামা ১৮০/২০০ জনসহ ২৭০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে, আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিলে ওইদিন রাতেই মামলাটি নাথিভুক্ত করা হয়।
অপরদিকে ২১ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৫)’র মা’ হাসনেআরা বেগম বাদী হয়ে সাবেক স্থানীয় দুই এমপি মো. আবুল কালাম আজাদ ও রাজী মোহাম্মদ ফখরুলসহ ৭০ জন এবং অজ্ঞাতনামা ১৫০/২০০সহ ২৭০ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন। তবে একই হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হওয়ায়, হত্যাকারীদের সঠিক বিচারে কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা তা নিয়ে শংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় মো. আশিকুর রহমান (ওমানী আশিক ৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিএনপি নেতা আবুল কাশেম এর দায়ের করা মামলার এজহারনামীয় ৭ নম্বর আসামী আশিক।