বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রেসিডেন্ট অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলা ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সায়েদুল হক, সেক্রেটারী মাহবুবুল হক, প্রধান শিক্ষক পরিষদ সেক্রেটারী শহীদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা সেক্রেটারী মাহবুবুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, ঝিকুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ময়ূরা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম, মাষ্টার আজিম উদ্দিন, মাকসুদ প্রমুখ।