গতকাল ২০ সেপ্টেম্বর বরুড়া উপজেলা আ’লীগ কার্যালয়ে বরুড়ার সাংসদের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় জনতার কাঠগড়ায় জনপ্রতিনিধি শিরোনামে, পাঁচ প্রভাবশালীর নিয়ন্ত্রনে দুর্নীতির সাম্রাজ্য নামে একটি মিথ্যা নিউজ প্রচার করা হয়। উক্ত সংবাদের প্রতিবাদে উপজেলা আ’লীগ সংবাদ সম্মেলন করে। প্রকাশিত সংবাদের কারনে স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপির মানহানি হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পৌরসভা মেয়র ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক মোঃ বকতার হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ যা মানহানীকর এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্রচারিত সংবাদ শিরোনামের সাথে মূল বিষয় বস্তু ও তথ্যগত বিষয়ের কোন মিল নেই। যা সম্পুূর্ন মিথ্যা ভিক্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত যে কারনে বরুড়া উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মেয়র বলেন,তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর সকল কাজে সরকারী নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালানা করেন যা পৌরসভায় নথিভুক্ত আছে। তথ্য প্রমান ছাড়া আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সহ যে সকল ব্যক্তির বিরুদ্ধ অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন ভিক্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, প্রকাশিত সংবাদের প্রতিবাদে গত ১৯ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় প্রতিবাদ প্রকাশিত হয় এবং উক্ত পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক নাছির উদ্দিন লিংকন,পৌরসভা সভাপতি আব্দুর রশিদ,আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল,খোশবাস ইউপির চেয়ারম্যান নাজমুলল হাসান,চিতড্ডা ইউপি চেয়ারম্যান জাকারিয়া, আব্দুল ওয়াদুদ,পৌরসভা সভা কউন্সিলর মোঃ শাহাজান,মোঃ শাহিনুর,মিজানুর রহমান,জামাল হোসেন,আবুলনকাসেম,মাহফুজুর হোসেন,বেলাল হোসেন,বিল্লাল হোসেন,উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জিয়াউল কাউসার,পৌর যুবলীগ নেতা লিপন খন্দকার সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল হোসেন,এজিএস শাহাজান,মাহবুবুল আলম,ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন,সাধারন সম্পাদক শাহিন হোসেন, সাহাদাত হোসেন সাগর প্রমুখ।