কুমিল্লার বরুড়ায় রোকেয়া দিবসে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ পাঁচ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মইন উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রত্না আক্তার।এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সংগীত শিক্ষক শাহিনুর আক্তার রিমা প্রমুখ। এবছর স্বল্প সময়ের মধ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বরুড়া উপজেলার পাঁচ জন জয়িতাকে নির্বাচন করা হয়। যারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজের সকল প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মাহফুজা বেগম স্বামী সাংবাদিক বিল্লাল হোসেন খোকন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী চন্দনা রানী রায় চৌধুরী, সকল জননী নারী হিসেবে মরিয়ম খানম স্বামী আলি আজগর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী খুকি বেগম পিতা মৃত ফজলুল হক, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী শাকিলা জামান সাংস্কৃতিক কর্মী। এ নারী কে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লার বরুড়া উপজেলা এইচ এস সি ও আলিম পরীক্ষায় অসদউপায় অবলম্বন করায় তিনটি কেন্দ্র হতে ১১ জন শিক্ষার্থী কে...
Read more