ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরাইলের পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবীদ্বার উপজেলার বিভিন্ন মাদ্রাসার কয়েকশত শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সাথে সংহতি জানিয়ে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কমপ্লেক্স থেকে কয়েকশত বিক্ষোভকারী মিছিলসহকারে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।
এসময় ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আবুল বাশার, দেবীদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আশরাফুল আলম ওবায়দী প্রমূখ।