কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেটের সাবেক ডেকোরেটর ব্যবসায়ী এবং উপজেলার পৌর বালিবাড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলাইমান সরকার গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় নিজ বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়ি ফিরে আসেন নি। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে।
সোমবার(২৫ ডিসেম্মর) বিকেলে নিখোঁজ সোলাইমানের স্ত্রী খাদিজা আক্তার এবং ভাতিজা কিবরিয়া জানায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে সোলাইমান সরকার বাড়ি থেকে বের হয়ে পরে আর বাসায় ফিরেননি। রাতে বাসায় না ফেরায় বিভিন্ন যায়গায় আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ২০ ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
এবিষয়ে (২৫ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিভিন্ন থানায় তথ্য দেওয়া হয়েছে। আমরা তাহার সন্ধানে খোঁজ চালিয়ে যাচ্ছি।