আজ ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নানামুখি উদ্যোগে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
উন্নয়ন আর আধুনিকতার ছোঁড়ায় বদলে গেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর-বাহিরের সার্বিক পরিবেশ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে এবং নানামুখি উদ্যোগে বেড়েছে সেবার মান। সরকারি উদ্যোগ আর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় বদলে গেছে হাসপাতালের আমূল চিত্র। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত সেবা পেয়ে সন্তুষ্ট এখানকার সেবা গ্রহিতারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর দক্ষ ব্যবস্থাপনায় অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রোগী ও সেবাগ্রহীতাগণ বেশ আন্তরিকতাপূর্ণ সেবা পাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের সাথে সঠিক সমন্বয় করে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলার মাধ্যমে চৌদ্দগ্রামে স্বাস্থ্য সেবা প্রদান ও মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কঠিন পরিশ্রমে এ উন্নয়নের নেপথ্যে রয়েছে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপির আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে নেয়া হয়েছে যুগোপযোগী নানা প্রদক্ষেপ। সেগুলো বাস্তবায়নেও নেয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। সিসি ক্যামেরার সহায়তায় হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকির মাধ্যমে সেবার মানোন্নয়ন সহ সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এটিকে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্যখাতের ইতিহাসে এক অভূতপূর্ব অর্জন ও এক অনন্য সুন্দর সফলতা হিসেবে আখ্যা দিচ্ছে স্থানীয় সচেতন মহল।
হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, জরুরি বিভাগ ও বহিঃবিভাগে প্রতি মাসে চিকিৎসা সেবা নেওয়া গড়ে মোট রোগী ছিল ১৫ হাজার থেকে ২০ হাজার জন। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে গড়ে প্রায় ৩০ হাজার। সেবার মান বৃদ্ধির ফলে দুই বছরের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাগান, স্বল্প মূল্যে প্রায় সকল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, বিনামূল্যে পর্যাপ্ত ঔষধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, এখানে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নিয়মিত করোনা টিকাদান কর্মসূচি, বিভিন্ন টিকাদান কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গণটিকা কার্যক্রম চালু রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখানে রক্ত, মূত্র, মল, এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফি সহ সকল পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়া এখানে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সরবরাহ সেবা রয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও হাঁপানি রোগীদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে এখানে এমসিডি কর্নার, শিশুদের জন্য আলাদা এমসিআই কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নার, গর্ভবতী মায়েদের জন্য এএনসি/পিএনসি কর্নার রয়েছে। এখানে নিয়মিত ২৪ ঘন্টা নরমাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। প্রতিমাসে গড়ে শতাধিক নরমাল ডেলিভারি সম্পন্ন হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে, রোগির পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অফিস চলাকালীন সময়ে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা রয়েছে এখানে। আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে সিজারিয়ান অপারেশন ব্যবস্থা চালু হওয়ায় অসহায় ও হতদরিদ্র রোগিরা বেশ লাভবান হচ্ছে। জরুরি বিভাগে সার্বক্ষণিক একজন মেডিকেল অফিসার সহ সাপোর্ট স্টাফরা নিয়োজিত থাকে। রয়েছে আধুনিক ও সু-সজ্জিত স্বাধীনতা সম্মেলন কক্ষ। রোগি হয়রানি বন্ধে বহিরাগতদের আনাগোনা কমাতে নেয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। বর্তমানে এখানে কমিশন এজেন্ট ও বহিরাগত দালাল সহ মেডিসিন কোম্পানীর প্রতিনিধিদের আনাগোনা ও দৌরাত্ব নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হাসান মাহমুদ পাটোয়ারী জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিকগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং সকলের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু স্যার অপরিসীম ভূমিকা পালন করছেন। সেবার মানোন্নয়নে এবং রোগি হয়রানি বন্ধে তিনি বেশ সোচ্চার ভূমিকা পালন করছেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক স্বাস্থ্যকর্মী জানান, কিভাবে আরও সহজে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়- এ ব্যাপারে প্রতিনিয়ত সভা-সমাবেশের মাধ্যমে তাদের সঠিক দিক-নির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু স্যার। এখানকার স্বাস্থ্যকর্মীরা তাঁদের কর্মকর্তার সৃজনশীল ভাবনা এবং উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

সেবা নিতে আসা নুরুন নাহার, রাশিদা আক্তার মুন্নি ও হাবিুবর রহমান সহ কয়েকজন রোগির সাথে কথা বললে তারা জানান, ‘হাসপাতালে ভর্তি রোগীদের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুল বাগান ও অফিস স্টাফ ও রোগী-স্বজনদের অবসর সময় কাটানোর দর্শনীয় স্থান সৃজনের মাধ্যমে পরিবেশের উন্নয়নসহ নানামুখী সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করেছে কর্তৃপক্ষ। সেবার মান বেড়েছে। এক সময় নিয়মিত চিকিৎসক ও ওষুধ পাওয়া যেত না। এখন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। যারফলে আমরাও আধুনিক ও উন্নত সেবা পাচ্ছি। বিনামূল্যে ওষুধও দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ইউনিয়ন পর্যায়ে উপ-স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছি। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বৈকালিক চিকিৎসা সেবা, রোগির প্রয়োজন অনুসারে অ্যান্টিবায়োটিক সহ ফুলকোর্স ঔষধ সরবরাহ করা হয়।

জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ের জন্য ৩০-৬০ বছর বয়সী নারীদের ভায়া পরীক্ষায় বিশেষ সফলতা অর্জনে বিভাগীয় পর্যায়ে সেরা হয়েছে এ হাসপাতাল। জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক শুদ্ধাচার পুরস্কার অর্জন, জেলা স্বাস্থ্য বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন, স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা-২০২৩ এ দ্বিতীয় পুরস্কার অর্জন সহ জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। শীঘ্রই অত্যাধুনিক সিআর মেশিন (এক্স-রে) আসবে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর হওয়ার বিষয়টিও প্রক্রিয়াধিন রয়েছে। সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের বড় প্রাপ্তি। জেলা সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনায় ও হাসপাতালের সকল চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। সেবার মান ঠিক রেখে আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more
ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা...

Read more
চৌদ্দগ্রামে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ শাহ নেওয়াজ (২৫)...

Read more
চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার...

Read more
চৌদ্দগ্রামে এলজি বন্ধুক সহ যুবক আটক, টর্চার সেলের সন্ধান।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক সহ সালাহ উদ্দিন খাঁন নামে এক চিহিৃত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top