কুমিল্লার নাঙ্গলকোটে গাঁজাসহ আব্দুল জলিল নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। মঙ্গলবার সকালে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের পেরিয়া ইউপির মূন্সীর কলমিয়া দিঘির পাড় থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া ক্যাম্পের মোহাম্মদ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স ওই রোহিঙ্গাকে আটক করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে এবং আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।