কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার।
শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজাদ হোসেন এর সভাপতিত্বে এবং মহানগর যুবলীগের অন্যতম সদস্য ও শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দুলাল হোসেন অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আলী মনসুর ফারুক, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু ইসহাক মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি ঘোষ। এ সময় ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হানিফ মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক সুমন দাশ সহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং
এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।