আজ ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবীদ্বার পৌরসভার সাড়ে ৫৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

২২ বছর পর দেবীদ্বার পৌরভায় প্রথমবারের মতো সাড়ে ৫৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌরসভা কার্যালয় মিলনায়তনে জনসমক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম।

পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং পৌর কর আদায়কারী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল (এএসপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কাজী আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভিপি ময়নাল হোসেন, শিক্ষক মো. নান্নুমিয়া, কাউছার হায়দার, ইকবাল হোসেন রুবেল, আবুল কালাম আজাদ, আনোয়ার পারভেজ খান, প্রণব দাস, প্যানাল মেয়র নাঈমুল হোসেন সুমন, কাউন্সিলর মো. মজিবুর রহমান, মাওলানা মো. আবু সাঈদ, শারমিন আক্তার, স্বাগতিক বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। তাছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, দেবীদ্বার সরকারি আরপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সবুর আহাম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মো. বশিরুল্লাহ মোল্লাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নতো-কর্মীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।

বাজেটে ২০২৪-২০২৫ ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৭ কোটি, ৫৫ লক্ষ, ৫৩ হাজার, ২৩২ টাকা ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যায়ের খাত দেখানো হয়েছে শিক্ষা, সেনিটেশন, রাজস্ব উন্নয়ন, পানি সরবরাহ। বাজেটের অর্ধেকের চেয়েও বেশি ব্যায় ৩০ কোটি টাকা ধরা হয়েছে সুপেয় পানি সরবরাহসহ ব্যাবস্থায়। এছাড়াও ৭ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল পৌর পার্ক’ নির্মান, ৭ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং সেন্টার নির্মান, শহর উন্নয়নে ৪ কোটি ৫০ লক্ষ টাকাসহ বিভিন্ন প্রকল্প উল্লেখ করা হয়। অপর দিকে আয় দেখানো হয়- হোল্ডিং টেক্স, সম্পত্তি হস্তান্তর কর, গৃহ নির্মাণ কর, ট্রেড লাইসেন্স, বিজ্ঞাপন, রোলার ভাড়া, বাজার ও পুকুর ইজারার রাজস্ব আয় থেকে।

পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামিম বলেন, দেবীদ্বার পৌরসভার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাসহ শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, বিনোদনসহ সবুজ উন্নয়নে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভা গঠনের লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি। উল্লেখ্য, ২০০২ সালের ১৫ মে’ দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও মামলা ও সীমানা জটিলতায় ২১ বছর পর ২০২৩ সালের ১৭ জুলাই প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more
সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।...

Read more
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের।

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের...

Read more
স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি...

Read more
ভিক্ষুকের আশ্রয়ে থাকা ঠিকানা বিহীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও।

" মা' হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? " শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Scroll to Top