শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের আয়োজনে গোপালগন্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন।
শনিবার (২৯ জুলাই) শেখ রাসেল ফাউন্ডেশন কুমিল্লার দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে ১২টি বাসে করে প্রায় ৬ শতাধিক লোক নিয়ে বিকেল ৩ টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগষ্ট সকল নিহতদের স্বরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, সাধারন সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিরা বিষয়ক সম্পাদক এ কে এম সফিকুল আলম (ভিপি কামাল), দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহ-সভাপতি মোসলেউদ্দিন মাষ্টার, লুৎফর রহমান বাবুল, আইনবিষয়ক সম্পাদক জনাব এড. হারুন অর রশিদ সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক ও শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের কর্মীরা।