ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক বরাদ্দ পেয়েছে মামুনুর রশিদ।
সোমবার (১৩ মে) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস কুমিল্লার সভা কক্ষে প্রতীক বরাদ্দ দিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুনুর রশিদের হাতে প্রতীক সম্মলিত ফর্ম তুলে দেন রির্টানিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মোকবুল হোসেন মুকুল, হাজী জালাল, শ্রমিক লীগ নেতা কাউছার হায়দার প্রমুখ।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মামুনুর রশিদ জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরপরই আমি উপজেলার কয়েক জায়গায় গণসংযোগ করেছি। নির্বাচন নিয়ে দেবীদ্বারের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখতে পেয়েছি। আজকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার কাজ শুরু করব। দেবীদ্বারের ঐক্যবদ্ধ সাধারণ মানুষ আনারস প্রতীক চেয়েছিল। আজ আমি আনারস প্রতীক পেয়ে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছি বলে মনে করছি। পাশাপাশি আগামী ২৯ তারিখ দেবীদ্বারের জনগণের ভোটের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করব ইনশাল্লাহ। আগামী ২৯ তারিখ আনারস মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করারও আহ্বান জানান দেবীদ্বারের সকল নাগরিকদের প্রতি।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে-৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ২৯মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।