কুমিল্লার দেবীদ্বারে বন্যার পানিতে তলিয়ে যাওয়া ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, রসুলপুর ইউনিয়নের রসুলপুর ও আব্দুল্লাহপুর গ্রাম ও জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, বন্ধু উন্নয়ন সংস্থার পরিচালক এম,এ ওয়াদুদসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।