কুমিল্লার দেবীদ্বারে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দু’জন আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের পশ্চিম পাড়া মৃত আব্দুর ছাত্তারের ছেলে সাইদ আহম্মেদ সাদেক(৫৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন(২৫) তাদের ঠিকানা উল্লেখ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় এসআই মোক্তার আহমেদ মল্লিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার শিবনগর গোমতী ব্রীজের পশ্চিম পাড়ে সাঈদ আহম্মেদ সাদেক(৫৫) এর বসত ঘরে মাদক ব্যবসায়ীরা অবৈধ ভাবে মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও তার সংগীয় ফোর্সের সহায়তায় এ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর শুক্রবার সন্ধ্যায় জানান, মাদক ক্রয় বিক্রয়কালে দু’জনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।