কুমিল্লার দেবীদ্বারে ‘সামাজিক অবক্ষয় রোধে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা উচিৎ শীর্ষক’ গণ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সচেতন নাগরিকদের আয়োজনে উজানিকান্দি বাজারে অনুষ্ঠিত হয়।
গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ হিরন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। এসময় দেবীদ্বার থানা এসআই জসিম উদ্দিনসহ বল্লভপুর উজানিকান্দি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।