দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় মোঃ শাহজালাল(৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটে, বুধবার ৬ নভেম্বর সকালে দেবীদ্বার – চান্দিনা সড়কের কাচিসাইর গ্রামের(মোল্লা বাড়ির) সামনে। নিহত শাহজালাল (৪০) উপজেলার ধামতী গ্রামের (ওসমানের বাড়ির) মৃত: সিদ্দিকুর রহমান এর পুত্র।
প্রত্যক্ষদর্শী স্হানীয় আলমগীর হোসেন জানান, সকালে আমার চা দোকান থেকে হঠাৎ একটি অটোরিকশা উল্টে যেতে দেখে দৌড়ে আসি। এসেই দেখি অটোরিকশার চালক তার গাড়ির নিচে চাপা পড়ে আছে। দ্রুত উদ্ধার করে কাচিসাইর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরে চালকের অবস্থা সংকটাপন্ন হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দেবীদ্বার টু চান্দিনা সড়কটি বর্তমান সময়ের ব্যস্ততম একটি সড়ক। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন যানবাহন চলাচল করে এ সড়কে। মাত্রারিক্ত গতিতে প্রতিটি গাড়ি ছুটে চলে এ সড়কটিতে। রাস্তার মোড়ে দ্রুত গতির গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজ গাড়ির নিচে চাপা পড়ে নিহত হতে পারে।
এবিষয়ে দেবীদ্বার থানা (ওসি তদন্ত) শাহিনুল ইসলাম রাত সাড়ে ৮টায় জানান, এখন পর্যন্ত দূর্ঘটনার এমন কোন সংবাদ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।