“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল’র অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে শেখ রাসেলের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ, সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।