আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে মহাসড়ক জুড়ে খানাখন্দে বেড়েছে ভোগান্তি!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌরসভার বিভিন্ন অংশে খানাখন্দে ভরপুর ।ভোগান্তিতে যান ও মাল পরিবহনসহ পথচারীরা।

শুষ্ক মৌসুমে সড়কজুড়ে ধুলাবালি, আর বর্ষায় থাকে কাদাপানি। খানাখন্দে যানবাহন আটকে পড়ে যানজট তো এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কের অধিকাংশ স্থানে বিটুমিনসহ পিচঢালাই উঠে গেছে, কোথাও সড়ক দেবে গেছে। আবার কোথাও চার লেন সড়কের কাজের জন্য সড়ক বন্ধ করে চলছে গাছকাটা।

 

স্থানীয় লোকজন বলছেন, দ্রুত সংস্কার করা না হলে এবং সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে, স্কুল- কলেজ, অফিসগামী মানুষের এবং দূপাল্লার যানবাহনের ভোগান্তি আরও বাড়াবে, দিনে দিনে ছোট গর্ত বড় হয়ে এ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট, মাটিয়া মসজিদ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলগাছ তলা, বারেরা এলাকায় সড়কে ছোট-বড় গর্ত দেখা গেছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমে আছে সড়কজুড়ে। সড়কের দুই পাশে পানি বেশি থাকায় গাড়িগুলো এক সারিতে সড়কের মাঝ দিয়ে চলছে। মাঝেমধ্যে কোনো ট্রাক এলে চাকার চাপে চারপাশে ছিটকে পথচারীদের গায়ে পড়ছে নোংরা পানি।

অপরদিকে সওজের জায়গা দখল করে সড়কের দু’পাশ জুড়ে রয়েছে অবৈধ স্থাপনা, করাত কলের কাঠের স্তুপ, পরিত্যাক্ত ট্রাক্টর, বর্জসহ নানা সামগ্রী রেখে সাধারন মানুষ চলাচলের কোন ব্যবস্থাই রাখা হয়নি। ফুটপাত হকারদের দখলে, অধিকাংশ দোকান ও বিপণী প্রতিষ্ঠানের সামনের অংশ খানাখন্দ, গর্ত এবং জেনারেটর মেসিন বসিয়ে রাখা হয়েছে।

এছাড়াও শত শত অটোরিক্সা ও সিএনজি দখলে থাকে পুরো সড়ক, ফুটপাতে গড়ে তুলেছে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড। দৈনিক বাজার ইজারাদারের দখলে মূল সড়কের অংশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান ফটক ও এর আশপাশে সিএনজি ষ্ট্যান্ড, টঙ দোকান, নানা পর্ষদ নিয়ে হকারদের দখলে থাকায়। জরুরী রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশে পড়তে হচ্ছে বিড়াম্বনায়। পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে সীমাহীন ভোগান্তী।

ঢাকাগামী তিশা পরিবহনের চালক আলী হোসেন বলেন, ‘দুর্ভোগ নিয়েই আমাদের এই সড়কে চলাচল করতে হচ্ছে। এই ভোগান্তি যে কবে শেষ হবে?’ মীরপুর হাইওয়ে পুলিশের পক্ষথেকে ক্ষোভের সাথে জানানো হয় সড়কের খানাখন্দ ও বেহাল অবস্থায় আমাদের রাত-দিন যোগাযোগে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে সওজ গৌরীপুর আঞ্চলিক প্রকৌশলী মেহাম্মদ সফিকুর রহমান জানান, আমাদের লোকজন কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার অংশে সড়ক সংস্কারে কাজ করছেন। সরেজমিনে আপনাদের কোনো লোককে তো কাজ করতে দেখা যাচ্ছে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খোঁজ নিচ্ছি, আজ না হলে আগামীকাল লোকজন পাঠাব।

আরো পড়ুন

দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান...

Read more
ভূয়া ডিবি সেজে অপহরণের চেষ্টাকালে গাড়িসহ চক্রের ১ সদস্য আটক।

ডিবি পুলিশ সেজে কুমিল্লার দেবীদ্বারে পথচারী অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা সাদা পোশাকের এক ভূয়া ডিবি সদস্য।...

Read more
দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top